মানুষের তায়ে ফুটল মুরগির বাচ্চা

ওমেনআই ডেস্ক : আব্রাহাম পইনশেভালের তিন সপ্তাহের চেষ্টা সফল হয়েছে। ডিম ফুটে বেরিয়েছে মুরগির বাচ্চা। খেয়ালি এই ফরাসি শিল্পী গত মার্চের শেষ ভাগে প্যারিসের জাদুঘর প্যালেস অব টোকিওতে বসে পড়েছিলেন মুরগির মতো নিচে ১০টি ডিম নিয়ে। উদ্দেশ্য মুরগি ছাড়াই নিজে ‘তা’ দিয়ে বাচ্চা ফোটানো। খবর বিডিনিউজ। এ জন্য কাচের একটি ঘরে চেয়ারে কম্বলমুড়ি দিয়ে বসেছিলেন পইনশেভাল। তার নিচেই ঝুড়ির মধ্যে ছিল ১০টি ডিম। ডিম থেকে মুরগি পেতে এ কয়েক দিনে তিনি বলতে গেলে প্রায় উঠতেনই না। খাওয়ার জন্য দিনে ৩০ মিনিটের বেশি সময় ডিম ছাড়া ছিলেন না তিনি। ডিম থেকে মঙ্গলবার প্রথম বাচ্চাটি ফুটেছিল, বৃহস্পতিবারের মধ্যে ৯টি বাচ্চা ফোটার খবর জাদুঘরের এক মুখপাত্রকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে। এ ধরনের কর্মকাণ্ড পইনশেভালের এটাই প্রথম নয়, তিন বছর আগে ভাল্লুকের এক ভাস্কর্যের ভিতরে দুই সপ্তাহের জন্য ঢুকে পড়েছিলেন তিনি। গত বছর এক সপ্তাহ কাটান পাথরের ভিতরে নিজেকে বন্দী করে।