জাতীয়
সন্ধ্যায় লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

ওমেনআই ডেস্ক : স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যের লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ সোমবার সন্ধ্যায় ঢাকা ত্যাগ করবেন তিনি। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, লন্ডনের মুরফিল্ডস আই হসপিটালে চোখের চিকিৎসা এবং বুপা ক্রমওয়েল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাষ্ট্রপতি হামিদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন। আগামী ৪ মে বিকাল ৫টা ২০ মিনিটে দেশে ফিরবেন বলে জানান তিনি।