দেশে তৈরি প্রথম বিমানবাহী রণতরী নামালো চীন

ওমেনআই ডেস্ক : নিজেদের তৈরি প্রথম বিমানবাহী রণতরি আজ বুধবার পানিতে নামিয়েছে চীন। এই তথ্য দিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, চীন গভীর সমুদ্রে তাদের সক্ষমতা বাড়াতে তৎপর। এই প্রচেষ্টার অংশ হিসেবে দেশটি দেশীয় নকশা ও পদ্ধতিতে বিমানবাহী রণতরিটি বানিয়েছে। সিনহুয়া জানায়, দেশে তৈরি প্রথম বিমানবাহী রণতরির উদ্বোধন করা হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় বন্দর ডালিয়ানে এই উদ্বোধনী অনুষ্ঠান হয়। শুকনো ডক থেকে রণতরিটি পানিতে ভাসানো হয়েছে।
এই বিমানবাহী রণতরীটি এর আগে ইউক্রেইন থেকে কেনা অপর বিমানবাহী রণতরীটির সঙ্গে যোগ দিবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ২০২০ সালের আগে এটি সামরিক বাহিনীর দায়িত্বে নিয়োজিত হবে না বলে ধারণা করা হচ্ছে।
প্রাথমিকভাবে রণতরীটির নাম ‘টাইপ 001A’ রাখা হয়েছে বলে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। নতুন এই রণতরীটি দৈর্ঘ্যে ৩১৫ মিটার, পাশে ৭৫ মিটার। ৭০ হাজার টনের এই রণতরীটি সর্বোচ্চ ৩১ নট গতিতে এগিয়ে যেতে পারবে।