সারাদেশ
এলিফ্যান্ট রোডে গার্মেন্ট শ্রমিকদের অবরোধ

ওমেনআই ডেস্ক : রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে একটি গার্মেন্ট কারখানা আদাবরে সরিয়ে নেওয়ার প্রতিবাদে রাস্তা অবরোধ করেছেন ওই প্রতিষ্ঠানের শ্রমিকরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনের রাস্তায় তারা অবস্থান করছেন। জানা গেছে, হেক্সা নামে গার্মেন্ট-এর শ্রমিকরা এই আন্দোলন করছেন। এলিফ্যান্ড রোড থেকে গার্মেন্ট কারখানাটি সরিয়ে আদাবরে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু শ্রমিকরা আদাবরে যাবেন না বলে সড়ক অবরোধ করেছেন। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ‘গার্মেন্ট কারখানা স্থানান্তর ও বিভিন্ন দাবিতে শ্রমিকরা রাস্তা অবরোধ করে রেখেছেন। মালিক পক্ষকে জানানো হয়েছে। তারা আসলে হয়ত একটা সমাধান হতে পারে। তবে ইতোমধ্যে রাস্তা অবরোধের কারণে যানজট সৃষ্টি হয়েছে বলে জানান ওসি।