
ওমেনআই ডেস্ক : পানিসম্পদ মন্ত্রণালয়ের জরুরি তলবে সফর সংক্ষিপ্ত করে আজ শনিবার সকালে কানাডা থেকে দেশে ফিরেছেন হাওর অধিদপ্তরের মহাপরিচালক মজিবুর রহমান।
সফরের আনুষ্ঠানিক সময়ের ৩দিন আগেই তিনি দেশে ফিরলেও বাকী ৮ কর্মকর্তা এখনও দেশে ফেরেননি। গত মঙ্গলবার একসঙ্গে বিদেশ সফরে হাওর অধিদপ্তরের মহাপরিচালকসহ বেশিরভাগ কর্মকর্তা- এ সংক্রান্ত একটি এক্সক্লুসিভ রিপোর্ট গণমাধ্যমে প্রচারের পরই সারা দেশে তোলপাড় শুরু হয়। সারা দেশে আলোচনা হাওরের এই বিপর্যয়ের মধ্যে অধিদপ্তরের ৫ কর্মকর্তার ৪ জন এবং মন্ত্রণালয়ের আরো ৫ কর্মকর্তা কেন বিদেশ ভ্রমণে?
এরপর গত বুধবার মন্ত্রণালয় থেকে ওই কর্মকর্তাদের দেশে ফেরার জন্য জরুরি তলব করা হয়।