সাংবাদিক ওমর ফারুক আর নেই

ওমেনআই ডেস্ক : অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি ওমর ফারুক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। বাংলা ট্রিবিউনের হেড অফ নিউজ হারুণ উর রশিদ সাংবাদিকদের জানান, শনিবার দুপুরে অফিসে ঢোকার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন ফারুক। সঙ্গে সঙ্গে তাকে পাশের স্কয়ার হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা করে চিকিৎসকরা জানান, তার হার্টে ব্লক রয়েছে, জরুরিভিত্তিতে বাইপাস সার্জারি করাতে হবে। সে অনুযায়ী হাসপাতালে তার চিকিৎসা চলছিল জানিয়ে হারুণ বলেন, রাত দেড়টার দিকে তার অবস্থা খারাপের দিকে যায় এবং সাড়ে ৩টার দিকে তিনি মারা যান। দুই মেয়ের বাবা ওমর ফারুক তার পেশাজীবনে দৈনিক সমাচার, দৈনিক রূপালী, দৈনিক আজকের কাগজ ও দৈনিক যুগান্তরে কাজ করেছেন। তার স্ত্রী সানজিদা ওমর একজন গৃহবধূ। দুই মেয়ের মধ্যে ফারিয়া ওমর ইরা দশম শ্রেণিতে পড়ে। ছোট মেয়ে দীপিকা ওমর দিয়া পড়ে ষষ্ঠ শ্রেণিতে।
আজ রোববার বেলা ১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ওমর ফারুকের জানাজা হবে। এরপর বেলা ২টার দিকে বাংলা ট্রিবিউন অফিসে আরও একবার জানাজা হবে। পরে বাদ আসর মীর হাজিরবাগ খালপাড় জামে মসজিদে আরেকবার জানাজা শেষে জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হবে।