রাজনীতি
খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির অভিযোগ দায়ের

ওমেন আই :
জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি দাবি করায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির অভিযোগ দায়ের করা হয়েছে। আজ সোমবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে জননেত্রী পরিষদ নামে একটি সংগঠনের সভাপতি এ বি সিদ্দিক এই অভিযোগ দায়ের করেন। মহানগর হাকিম শামছুল আরেফীন ওই অভিযোগের ওপর শুনানি গ্রহণ করবেন।
এ বি সিদ্দিক জানিয়েছেন, অভিযোগটি মামলা আকারে নেয়া হবে কিনা, এ ব্যাপারে এর উপর বেলা ১১টায় শুনানি হবে।
গত সপ্তাহে লন্ডনে বিএনপির এক সভায় জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি দাবি করেন তার বড় ছেলে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এরপর তার মা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াও একই দাবি করেন।