সারাদেশ
গাইবান্ধায় অটোরিক্সার ধাক্কায় নারী নিহত

ওমেন আই:
গাইবান্ধায় ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় আছিয়া বেওয়া (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আছিয়া বেওয়া ঐ গ্রামের মৃত আকবর আলীর স্ত্রী।
গাইবান্ধা সদর থানার ওসি রাজিউর রহমান জানান, বেলা ১১টার দিকে আছিয়া বেওয়া রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি বাটারি চালিত অটোরিক্সা তাকে ধাক্কা দেয়। গুরুত্বর অসুস্থ অবস্থায় আছিয়া বেওয়াকে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সাধীন অবস্থায় সেখানে তিনি দুপুর সাড়ে ১২ টার দিকে মারা যান। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।