ঝটিকা সফরে ঢাকায় প্রীতি জিনতা

ওমেন আই:
ঝটিকা সফরে প্রীতি জিনতা এখন ঢাকায়। উদ্দেশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ। গতকাল তিনি স্টেডিয়ামে উপস্থিত থেকে বাংলাদেশ-অস্ট্রেলিয়া এবং পাকিস্তান-ওয়েস্টইন্ডিজ ম্যাচগুলো উপভোগ করেন।
এর সপ্তাহ দুয়েক আগে ঢাকায় এসেছিলেন ‘ভাগ মিলখা ভাগ’খ্যাত বলিউড অভিনেতা ফারহান আখতার। সামনের খেলাগুলোতে হয়তো বলিউডের আরও অনেক সেলিব্রেটিকে বাংলাদেশের স্টেডিয়ামে দেখা যাবে খেলা উপভোগ করতে। এখানেই শেষ নয়, ভারতের আইপিএল-এর বহু খেলা বাংলাদেশে অনুষ্ঠিত হবে। সেই সুবাদে হয়তো—শাহরুখ খান, সালমান খান, আনুশকা শর্মা, শিল্পা শেঠীসহ বহু বলিউডি সেলিব্রেটিরাই এ দেশের স্টেডিয়ামে আলো ছড়াবেন। এতে স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা একের ভেতর দুই বা তারও অধিক সুবিধা পেতে যাচ্ছেন। শুধুমাত্র খেলার টিকিটের বিনিময়ে ভারতীয় তারকাদের দেখার সুযোগ পাবেন তারা। জানা যায়, এবারের আইসিসি টি-টোয়েন্টি খেলার ভারতের ম্যাচের দিন আনুশকা শর্মাকে বাংলাদেশের মাঠে দেখতে পাওয়ার সম্ভাবনাও রয়েছে। শুটিংয়ের সিডিউল মিলিয়ে উঠতে পারলেই তিনি হাজির হবেন।