জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠানে খালেদা

ওমেন আই :
পহেলা বৈশাখে জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সোমবার রাত সোয়া ৮টার দিকে অনুষ্ঠানস্থল রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিবি) মিলনায়তনে উপস্থিত হন তিনি।
বর্ষ বরণ উপলক্ষে বিএনপির অঙ্গসংগঠন জাসাস এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। শুরুতেই অনুষ্ঠানের প্রধান অতিথি বেগম খালেদা জিয়াকে ফুল দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানান জাসাসের সভাপতি আবদুল মালেক ও সাধারণ সম্পাদক মনির খান।
এরপর বেগম খালেদা জিয়া দর্শক সারিতে বসে জাসাস শিল্পীদের বিভিন্ন পরিবেশনা উপভোগ করেন।
জাসাস আয়োজিত বাংলা নববর্ষ বরণের গীতিনাট্য অনুষ্ঠানটি পরিচালনা ও দিকনির্দেশনা দিয়েছেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার।
অনুষ্ঠানে উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপার্সনের উপদেষ্টা এএসএম আব্দুল হালিম, অর্থনীতি বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ প্রমুখ।