‘ফেস’ নাটকের কাজে থাইল্যান্ডে আশা

ওমেন আই :
ভিট চ্যানেল আই তারকা লুৎফুন নাহার আশা সম্প্রতি একটি বিজ্ঞাপন চিত্র দিয়ে সকলের নজর কাড়েন। শিরি ফরহাদের মতো ঐতিহাসিক কাহিনীর নাটকে অভিনয় করার পর প্রথমবারের মতো থাইল্যান্ডে শুটিং করতে যাচ্ছেন।
আজ সকাল ৮টায় থাইল্যান্ডের উদ্দেশে উড়াল দেন তিনি। আর সেখানে তিনি রায়হান খান পরিচালিত ‘ফেস’ নামের একটি ধারাবাহিকে অভিনয় করবেন। থাইল্যান্ডে দুই সপ্তাহ তিনি অবস্থান করবেন বলে জানিয়েছেন।
এ প্রসঙ্গে আশা বললেন, “ভিট তারকা নির্বাচিত হওয়ার পর প্রথমবার দেশের বাইরে কাজের জন্য যাচ্ছি ভাবতেই ভালো লাগছে খুব ভালো লাগছে আমার। থাইল্যান্ডের পাতায়াতে এ নাটকের শুটিং হবে। আশা করি, এ নাটকে আমি আমার অভিনয় প্রতিভা ফুটিয়ে তুলতে পারব।”
পুরো ধারাবাহিকের শুটিংই পাতায়াতে করা হবে বলে জানা গেছে। এ নাটকে আশা তানিয়া চরিত্রে অভিনয় করবেন। এতে তাকে আবুল হায়াতের গবেষণা সহকারীর চরিত্রে দেখা যাবে। আর দেশে ফিরে তিনি আরো কিছু নাটকের শুটিং করবেন বলে জানিয়েছেন।