জাতীয়
‘সন্ত্রাস-অস্ত্র চোরাচালানের বিরুদ্ধে এক হতে হবে’

ওমেন আই :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাস, নারী-শিশু পাচার এবং অস্ত্র চোরাচালানের বিরুদ্ধে সার্কভুক্ত দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। আজ শনিবার সার্কভুক্ত দেশগুলোর মন্ত্রিপরিষদ সচিবদের বৈঠক শুরুর আগে এক সাক্ষাতে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ, নারী ও শিশু পাচার এবং অস্ত্র চোরাচালান এই সমস্যাগুলো এককভাবে সমাধান সম্ভব নয়। তাই সার্কভুক্ত দেশগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সার্ক অঞ্চলকে শান্তিপূর্ণ করতে সার্ক নেতাদের রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন তাদের কার্ক্রমের ওপর নির্ভরশীল।
আজ সকালে দুই দিনব্যাপী সার্কভুক্ত দেশগুলোর মন্ত্রিপরিষদ সচিব ও সমমানের কর্মকর্তাদের বৈঠক শুরুর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে তারা দেখা করেন।