অপরাধ
ট্যাংক থেকে মহিলার লাশ উদ্ধার

ওমেন আই: নারায়ণগঞ্জের রূপগঞ্জ তারাব পৌরসভার রূপসী কাহিনা এলাকা ময়লার ট্যাংক থেকে সোমবার দুপুরে অজ্ঞাতপরিচয় এক মহিলার বিকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজ মল্লিক বলেন, “কয়েকদিন ধরে রূপসী কাহিনা এলাকায় দুর্গন্ধ বের হচ্ছিল। স্থানীয়দের সন্দেহ হওয়ায় সোমবার দুপুরে রাস্তার উপরে থাকা ময়লার ট্যাংকের মুখ খুলে বিকৃত লাশটি দেখতে পান তারা।”
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ জানান, উদ্ধার হওয়া লাশটি নারীর সেটা বোঝা গেলেও তার বয়স বোঝা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, প্রায় ২০ থেকে ২৫ দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ময়লার ট্যাংকে ফেলে দেয়।
ঢাকা ৫ মে (ওমেন আই) // এল এইচ //