ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র ইস্টার সানডে

ওমেনআই ডেস্ক : পবিত্র ইস্টার সানডে আজ। খ্রিস্ট ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব এটি। এই দিনে খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন।
সারাবিশ্বের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনসহ খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিভিন্ন কর্মসূচি পালন করবেন। ইস্টার সানডে উপলক্ষে রাজধানীসহ সারাদেশের গির্জাগুলো সেজেছে অপরূপ সাজে। আজ রোববার সকাল থেকেই গির্জাগুলোতে বিশেষ প্রার্থনাসভাসহ খ্রিস্টযোগের আয়োজন করা হয়েছে।।
খ্রিস্ট ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেল মোতাবেক, গুড ফ্রাইডেতে বিপথগামী ইহুদিরা যিশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। মৃত্যুর তৃতীয় দিবস অর্থাৎ রোববার তিনি জেগে উঠেছিলেন। যিশুখ্রিস্টের এই পুনরুত্থানের সংবাদ খ্রিস্টান ধর্ম বিশ্বাসীদের জন্য খুবই আনন্দের এবং তাৎপর্যপূর্ণ। এরপর থেকে এই দিনটি খ্রিস্টধর্মাবলম্বীরা ইস্টার সানডে হিসেবে পালন করে থাকে।