
ওমেনআই ডেস্ক : ভূমিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও ভূমি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল আলম উপস্থিত ছিলেন।
ভূমি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদের বিরুদ্ধে অভিযোগ আছে, তিনি গুলশান এলাকায় ১০ কাঠা জমি অবৈধভাবে আত্মসাৎ করেছেন। দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল ইসলাম বাদী হয়ে গুলশান মডেল থানায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া কুতুব উদ্দিনের বিরুদ্ধে সরকারি খাস জমি দখল, বিভিন্ন ব্যক্তির মালিকানাধীন জমি হাতিয়ে নেওয়াসহ কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অভিযোগের তদন্ত চলছে।