
ওমেনআই ডেস্ক : জনপ্রশাসন মন্ত্রণালয়কে কোটাব্যবস্থা পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে যে আন্দোলন চলছে সে বিষয়ে মন্ত্রিসভায় অনির্ধারিত আলোচনার পর এ নির্দেশ দেন তিনি। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।