আদমদীঘিতে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু

ওমেন আই:
বগুড়ার আদমদীঘিতে বৃহস্পতিবার রাতে স্বামীর নির্মম অত্যাচারে এক সন্তানের জননী জেসমিন (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
জানা যায়, আদমদীঘির বশিকোড়া গ্রামের জাহাঙ্গীর আলম গত ৭/৮ বছর আগে রানীনগর উপজেলার বিশিয়া গ্রামের মৎস্য ব্যবসায়ী জসিম মন্ডলের একমাত্র কন্যা জেসমিন আকতারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। গত কয়েকদিন ধরে তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। এর জের ধরে বৃহস্পতিবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডার সূত্রপাত। এক পর্যায়ে স্বামী মারপিট করলে জেসমিনকে অসুস্থ হয়ে পড়েন। জেসমিনকে রাত পৌনে ১২ টার দিকে আদমদীঘি উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত জেসমিনকে হাসপাতালে ফেলে রেখে স্বামী জাহাঙ্গীর পালিয়ে যায়।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেসমিনের স্বামী জাহাঙ্গীরকে আটক করা হয়েছে।