
রাজশাহী প্রতিনিধি:
নাটোরের কলেজছাত্রী নাহিদা আক্তার রিমা হত্যা মামলায় তার স্বামী ফয়জুল আলম পলাশকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শামসুল আলম এ রায় ঘোষণা করেন।
অভিযোগ প্রমানিত না হওয়ায় মামলার চার আসামিকে খালাস দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় পলাশসহ পাঁচ আসামি আদালতে হাজির ছিলেন।
২০০৬ সালের ২৯ জুলাই রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুরের সেঞ্চুরি হোটেলে খুন হন রিমা।
এ ঘটনায় তার বাবা ডা. সৈয়দ আব্দুর রশিদ বাদি হয়ে স্বামী ফয়জুলসহ তার পরিবারের পাঁচ সদস্যের বিরুদ্ধে রাজপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
তবে রায়ে সন্তুষ্ট হননি জানিয়ে রিমার বাবা সৈয়দ আব্দুর রশিদ উচ্চ আদালতে আপিল করার কথা বলেছেন।
তিনি বলেন, রিমা বিশ্ববিদ্যলয়ে ভর্তি জন্য রাজশাহীর আরকে ছাত্রীবাসে থেকে কোচিং করছিল। ঘটনার দিন তার স্বামী পলাশ তাকে ডেকে সেঞ্চুরি হোটেলে নিয়ে হত্যা করে । পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।