রাজনীতি
লন্ডনে পাকিস্তান দূতাবাসের সামনে বাঙালিদের বিক্ষোভ

কাঁদের মোল্লার ফাঁসি নিয়ে পাকিস্তান সরকারের অনধিকার চর্চার প্রতিবাদে লন্ডনে পাকিস্তান দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে প্রবাসী বাঙালিরা। তারা পাকিস্তান সরকারকে বক্তব্য প্রত্যাহারের পাশাপাশি ক্ষমা প্রর্থনার দাবি জানায়। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় তিনটা থেকে প্রায় ঘন্টাব্যাপী এ বিক্ষোভে শতাধিক লোক অংশগ্রহণ করে।
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার প্রতিবাদে সমাবেশ থেকে পাকিস্তান সরকারের উদ্দেশ্যে একটি স্বরকলিপি প্রদান করা হয়। দূতাবাসের একজন কর্মকর্তা এ স্বরকলিপি গ্রহণ করেন। স্বারকলিপিতে পাকিস্তান সরকারকে ক্ষমা প্রার্থনা এবং তাদের বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে ভবিষ্যতে এমন কার্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।