বেলজিয়ামে জঙ্গি হামলা পুলিশসহ নিহত ৪

ওমেনআই ডেস্ক : আরেকবার জঙ্গি হামলার শিকার হলো বেলজিয়াম। দেশটির লিজ শহরে গতকাল মঙ্গলবার এক ব্যক্তির গুলিতে দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হন। পরে পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হন।
বিবিসি জানিয়েছে, হামলার সময় ওই ব্যক্তি ‘আল্লাহ মহান’ বলে চিৎকার দিয়েছিলেন। প্রথমে তিনি পুলিশের ওপর ছুরি হামলা করেন। এর পর বন্দুক ছিনিয়ে নিয়ে গুলি চালান। এতে পুলিশের দুই নারী কর্মকর্তা নিহত হন। আরেকজন বেসমারিক নাগরিক। এর পর পাশের একটা স্কুলে কয়েকজনকে জিম্মি করেন হামলাকারী। হামলাকারীর নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, সোমবার জেল থেকে জামিনে ছাড়া পান তিনি। ধারণা করা হচ্ছে, কারাগারেই উগ্রপন্থায় জড়িয়ে পড়েন তিনি।
প্রতিবেশী দেশ ফ্রান্সে একের পর এক জিহাদি হামলার কারণে সতর্কাবস্থায় থাকে বেলজিয়াম। ২০১৫ সালে প্যারিসে হামলায় জড়িত ছিল ব্রাসেলসভিত্তিক একটি জঙ্গিচক্র। ওই হামলায় ১৩০ জন নিহত হন। ব্রাসেলসে ২০১৬ সালের মার্চে এক হামলায় ৩২ জন নিহত হন। এসব হামলার দায় স্বীকার করেছিল আইএস।