বিনোদন
বিয়ের কথা জানাবেন ফারিয়া

ওমেনআই ডেস্ক : অভিনয়শিল্পী, মডেল শবনম ফারিয়া। সম্প্রতি তিনি বিয়ে করেছেন। এমন গুঞ্জনে মুখরিত শোবিজ অঙ্গন। শুধু তাই নয়,ফারিয়ার বরের নামও এখন মিডিয়াতে ওপেন সিক্রেট। কানাঘুষা চলছে এশিয়াটিক জে ডব্লিউ টি’র ব্র্যান্ড ম্যানেজার হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছেন এই অভিনেত্রী। বিয়ে নিয়ে ফারিয়া কিছু না জানালেও অনেকেই শুভ কামনা করছেন এই নবদম্পতির জন্য।
এ সম্পর্কে শবনম ফারিয়া আমাদের সময় অনলাইনকে বলেন, ‘সবাই আমার বিয়ে নিয়ে জানতে চাচ্ছে। আমি শিগগিরই এ বিষয় নিয়ে জানাবো।’
বর্তমানে ঈদের নাটক-টেলিছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।
মুক্তির অপেক্ষায় রয়েছে শবনম ফারিয়া অভিনীত প্রথম ছবি ‘দেবী’।