আন্তর্জাতিক
মেক্সিকো শহরের সব পুলিশ আটক

ওমেনআই ডেস্ক : মেক্সিকোয় একজন রাজনীতিবিদ হত্যাকা-ে জড়িত থাকার সন্দেহে দেশটির ওকাম্পো শহরের সব পুলিশকে আটক করেছে দেশটির কেন্দ্রীয় বাহিনী। ফার্নান্দো এঞ্জেলেস জুয়ারেজ (৬৪) নামের ওই রাজনীতিবিদ ওকাম্পোয় আগামী ১ জুলাই অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন। তাকে গত বৃহস্পতিবার অজ্ঞাত বন্দুকধারীরা তার বাসার সামনে গুলি করে হত্যা করে। খবর বিবিসি।
মেক্সিকোয় আগামী ১ জুলাই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে দেশটিতে সাম্প্রতিক সময়ে প্রায় ১০০ রাজনীতিবিদ হত্যার শিকার হয়েছেন।