
ওমেনআই ডেস্ক : বান্দরবানে গতকাল রাত থেকে টানা বর্ষণে পাহাড়ের মাটি ধসে ঘরের ওপর পড়ে প্রতিমা রানি দে নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে অতি বর্ষণের ফলে বসতবাড়ির ওপর পাহাড় ধসে পড়লে এ ঘটনা ঘটে। পরে দমকল বাহিনীর কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে মাটির নিচ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, সোমবার রাত থেকেই জেলায় ভারি বৃষ্টি চলছে। বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে ধসে পড়ায় প্রাণহানির এ ঘটনা ঘটেছে। বান্দরবান সদর থানার ওসি গোলাম সারোয়ার জানান, পাহাড় ধসের ঘটনার সময় ওই বাসায় আর কেউ ছিলেন না। প্রতিমা রানির লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এদিকে ঘটনার পর জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, পৌর মেয়র ইসলাম বেবীসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।