
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কুর্মিটোলায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার গণভবন থেকে ১০ জেলার ৩০০ ইউনিয়ন পরিষদে অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটির উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ‘যথেষ্ট হয়ে গেছে আর না। এখন ঘরের ছেলেমেয়ে ঘরে ফিরে যাবে। লেখাপড়া শেখাটা তাদের সবচেয়ে বেশি জরুরি। তারা লেখাপড়া শিখবে, নিজের শিক্ষাপ্রতিষ্ঠান নিজের বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন যাতে থাকে সেদিকেও বিশেষ দৃষ্টি দিতে হবে। সকলে মিলে সুন্দরভাবে পরিবার নিয়ে বাঁচবে সেটাই আমরা চাই।’