
স্পোর্টস ডেস্ক : ব্যাটসম্যানরা দায়িত্ব পালন করেছেন ভালোভাবেই। এনে দিয়েছেন লড়াকু স্কোর। টাইগার বোলাররাও শুরু থেকেই দায়িত্ব পালন করে আসছেন ঠিকভাবে। মাঝে উইন্ডিজদের ব্যাটিং তাণ্ডবে ম্যাচ থেকে ব্যাকফুটে চলে গেলেও শেষ পর্যন্ত জয় তুলে নেয় বাংলাদেশ।
ফ্লোরিডায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ রোববার টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন উইন্ডিজ অধিনায়ক। তামিম-সাকিবের অসাধারণ নৌপুণ্যে ১৭২ রানের টার্গেট দেয় বাংলাদেশ।
২০ ওভারে নয় উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ ১৫৯ রান তুলতে সক্ষম হয়। বাংলাদেশ ১২ রানে জয় তুলে নেয়। টার্গেটে খেলতে নামলে টাইগার বোলাররা শুরু থেকেই চাপে রাখেন উইন্ডিজ ব্যাটসম্যানদের।
মুস্তাফিজ পরপর দুই ওভারে তুলে নেন লুইস ও রাসেলের উইকেট। স্লগ ওভারে এসে তুলে নেন ভয়ংকর পাওয়েলের উইকেট। চার ওভারে ৫০ রান দিলেও ফিজ নেন সব মিলিয়ে তিন উইকেট।
জয়ে নাজমুল ইসলামের অবদানও কম নয়। তিন উইন্ডিজ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান তিনি। চার ওভারে ২৮ রান দিয়ে নেন তিন উইকেট। টাইগারদের মধ্যে সফল বোলার তিনিই।
এ ছাড়া সাকিব আল হাসান নিয়েছেন দুই উইকেট। চার ওভারে মাত্র ১৯ রান দিয়েছেন। রুবেল এক উইকেট পেলেও উইকেটের দেখা পাননি আবু হায়দার।