বিনোদন
‘কালা রে’ নিয়ে আসছে সালমা

ওমেনআই ডেস্ক : ‘কালা রে’ নিয়ে আসছে কণ্ঠশিল্পী সামলা। ঈদ-উল-আজহা উপলক্ষে আসছে সালমার এই ফোক গানটি। সোহেল মাসুদের কথায় গানটির সুর করেছেন অভি আকাশ। সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু।
ইতোমধ্যেই এর মিউজিক ভিডিও সম্পন্ন হয়েছে। ভিডিও নির্মাণ করেছে সোহেল রানা বয়াতি। এতে মডেল হয়েছেন জাহারা মিতু সবুজ ও সবুজ আশরাফ সুপ্ত।
এ প্রসঙ্গে সালমা বলেন ‘সুন্দর একটি গান হয়েছে। ভিডিওটি ভালো হয়েছে। আশা করি গান ও ভিডিও সবার ভালো লাগবে। গানটি নিয়ে আমি আশাবাদী’।