নারী নির্যাতন
বৃদ্ধের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

ওমেনআই ডেস্ক : কালিয়াকৈরের বিষাইদ এলাকার খোলারটেকি গ্রামে আবদুল খালেক নামের এক বৃদ্ধের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় শনিবার রাতে একটি অভিযোগ দায়ের করেছেন। এদিকে প্রভাবশালী মহল বিষয়টি ধাপাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে। আবদুল খালেক (৬৫) কালিয়াকৈরের খোলারটেকি গ্রামের মৃত কিয়ামদ্দিনের ছেলে।
শিক্ষার্থীর বাবার থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, খোলারটেকি গ্রামের প্রবাসীফেরত আবদুল খালেক কয়েক মাস ধরে প্রতিবেশীর মেয়ে স্থানীয় রোজ গার্ডেন মডেল স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। বুধবার ওই স্কুলছাত্রীর মা মেয়ে বাসায় রেখে পাশের একটি বাড়িতে ইসলামী তালিম করতে যান। এ সময় আবদুল খালেক বাড়িতে একা পেয়ে ওই স্কুলছাত্রীকে ঘরের ভেতর ধর্ষণচেষ্টা চালায়।