জাতীয়
দেশের অব্যাহত উন্নয়ন চাইলে আবারও নৌকায় ভোট দিন : হাসিনা গাজী

ওমেনআই ডেস্ক : দেশের অব্যাহত উন্নয়ন চাইলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে বলে মন্তব্য করেছেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী।
রোববার সকালে উপজেলার মুড়াপাড়া এলাকায় উপজেলা পরিষদ মিলনায়তনে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের ঐচ্ছিক তহবিল হতে অনুদান বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্য ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল। আর যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল সেই চক্রই এখন আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা আওয়ামী মহিলা লীগের যুগ্মসাধারন সম্পাদক মিনারা বেগম, উপজেলা যুবমহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, সাধারন সম্পাদক ফেরদৌসী আক্তার রিতাসহ অনেকে।