আন্দোলন সংগ্রামে নারীআপন ভুবনকিশোরীর কথাস্লাইড
রিকশা চালকের মেয়ের সমাজ পাল্টে দেওয়ার গল্প

ওমেনআই ডেস্ক : বিকেল গড়িয়ে সন্ধ্যা ছুঁই ছুঁই। সূর্যের গায়ে সবে লেগেছে রক্তিম আভা। এই আভায় আরো উজ্জ্বল দেখাচ্ছিল মেয়েটিকে। ঠিক এ সময় দোচালা টিনের ঘরের ছোট্ট দাওয়ায় বসে কিশোরী সাজেদা আক্তার বলছিলো তার সামাজিক আন্দোলনের কথা, কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে সে ১০৭টি বাল্যবিবাহ রোধ করেছে। কথাগুলো বলার সময় তার চোখে-মুখে ছিল এক অন্যরকম আত্মপ্রত্যয়। শিশু অধিকার রক্ষার বিশেষ অবদানের জন্য ‘ইন্টারন্যাশনাল চিলড্রেন্স পিস প্রাইজ’ পাওয়া এই কিশোরী এখন এক সাহসী প্রতীক।