
ওমেনআই ডেস্ক : চাকরির খোঁজে ঢাকায় এসে ধর্ষণের শিকার এক তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সকালে জরুরি বিভাগের সামনে মেয়েটিকে চাদর মোড়ানো বিধ্বস্ত অবস্থায় পাওয়া যায় বলে হাসপাতাল ফাঁড়ির এএসআই বাবুল মিয়া জানিয়েছেন।
তিনি বলেন, “ওই তরুণী পুলিশকে জানায়, চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে চাকরির খোঁজে গুলিস্তানের এক আত্মীয়ের (সৎ বোন) বাসায় উঠেন।
“রোববার রাতে চারজন তাকে ধর্ষণ করেছে বলে ওই তরুণী জানায়। তবে গুলিস্তানের বাসার ঠিকানা তিনি বলতে পারছে না।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) সমন্বয়কারী বিলকিস বলেন, মেয়েটির যৌনাঙ্গ থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে গাইনি ওয়ার্ডে পাঠানো হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, “মেয়েটির উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।”