
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) গৌতম কুমার বিশ্বাস জানান, আদালতের কাছে আবুল হোসেনের ৭ দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে অফিস থেকে বাড়ি ফেরার সময় বাড়ির সামনে দুর্বৃত্তরা আনন্দ টেলিভিশনের পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীকে কুপিয়ে খুন করে। এ ঘটনার পরদিন বুধবার দুপুরে নিহত নদীর মা মর্জিনা বেগম বাদী হয়ে পাবনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নদীর সাবেক শ্বশুর পাবনা শিমলা হাসপাতাল এন্ড ডায়াগোনেষ্টিক এর ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেনকে প্রধান আসামি করে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৬ থেকে ৭ জনকে আসামি করা হয়। এর পরিপ্রেক্ষিতে ওইদিন (বুধবার) দুপুরেই পুলিশ অভিযান চালিয়ে আবুল হোসেনকে তার অফিস থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার দুপুরে আবুল হোসেনকে পাবনা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রাশেদ হোসেনের আদালতে হাজির করা হয়।
আপলোডেড বাই : অরণ্য সৌরভ