অপরাধ
পাবনায় নিজের মেয়েকে পানিতে ডুবিয়ে মারলেন বাবা

ওমেনআই ডেস্ক : পাবনার ভাংগুরায় মাদকাসক্ত এক ব্যক্তি নিজের নয় মাস বয়সী শিশু কন্যাকে পানিতে ডুবিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতককাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার দিলপাশার গ্রামে এ ঘটনা ঘটে। মাদকাসক্ত ব্যক্তির নাম ওমর ফারুক (২৭)। এ ঘটনায় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকালে মদ্যপ অবস্থায় বাড়িতে এসে ঘুমন্ত শিশু জান্নাতির উপরই শুয়ে পড়েন ওমর ফারুক। এতে শিশুটি অজ্ঞান হয়ে গেছে তিনি শিশুটিকে পুকুরের কচুরিপয়ানার নিচে রেখে আসেন।
পরে তার স্ত্রী এসে মেয়েকে খোঁজাখুঁজি করলে তিনি প্রথমে জান্নাতি কোথায় আছে জানেন না বলে অস্বীকার করেন। কিন্তু প্রতিবেশীরা এসে তাকে মারধর করলে জান্নাতিকে পুকুরে ডুবিয়ে রেখে আসার কথা স্বীকার করেন।
ভাংগুরা থানা পুলিশের পক্ষ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানানো হয়েছে, এ ঘটনায় ঘাতক পিতাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
সূত্র/আপলোডেড বাই : মানবজমিন/অরণ্য সৌরভ