শিল্প-সংস্কৃতি
শিশু একাডেমীতে মেলা, চলচ্চিত্র প্রদর্শনী ও নাট্য উৎসব

ওমেন আই:প্রতিবছরের মতো এবারও শিশু আনন্দমেলা, চলচ্চিত্র প্রদর্শনী ও নাট্য উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ শিশু একাডেমী। দিনব্যাপী এ অনুষ্ঠান শুরু হচ্ছে।
বুধবার শিশু একাডেমীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার বিকাল চারটায় শিশু একাডেমীর শহীদ মতিউর মুক্তমঞ্চে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিশু একাডেমীর পরিচালক মোশাররফ হোসেন এবং সভাপতিত্ব করবেন চেয়ারম্যান বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
শিশুদের এ আনন্দ আয়োজনে ছোট্ট বন্ধুদের স্বাগত জানিয়েছে আয়োজকরা।
ঢাকা ১ জুন (ওমেন আই)//এলএইচ//