আন্তর্জাতিক
ফিলিস্তিনি শরনার্থী সংস্থাকে সাহায্য দেবে না যুক্তরাষ্ট্র

ওমেনআই ডেস্ক : জাতিসংঘের ফিলিস্তিনি শরনার্থী বিষয়ক সংস্থাকে সাহায্য দেয়া বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ কথা জানিয়েছে।
যুক্তরাষ্ট্র বলছে, জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডব্লিউএ) ‘অবিশ্বাস্যভাবে ত্রুটিপূর্ণ’।
এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিদার নুয়ের্ট বলেছেন, মার্কিন প্রশাসন এই ইস্যু ‘সতর্কভাবে পর্যালোচনা’ করেছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের জবাবে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র জানিয়েছেন, এটি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে একটি ‘হামলা’।
ওই মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত ‘জাতিসংঘের প্রস্তাবনার বিরোধী’।
সূত্র: বিবিসি
আপলোডেড বাই : অরণ্য সৌরভ