বাংলাদেশি বংশোদ্ভূত নাইমুর জাকারিয়ার ৩০ বছর জেল

ওমেনআই ডেস্ক : বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’কে হত্যা পরিকল্পনার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত বৃটিশ নাগরিক নাইমুর জাকারিয়া রহমান (২১)কে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। শুক্রবার দেশটির একটি আদালত তাকে ‘বিপজ্জনক ব্যক্তি’ আখ্যা দিয়ে এ সাজা ঘোষণা করে। সে ইসলামি স্টেটের একজন সন্ত্রাসী। প্রথমে সে বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’র বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটের গেটে বোমা পোঁতার পরিকল্পনা করেছিল, যাতে প্রথমে তার প্রহরীদের হত্যা করা যায়। এরপর ছুরি বা বন্দুক দিয়ে সে প্রধানমন্ত্রী তেরেসা মে’র ওপর হামলার পরিকল্পনা করেছিল।
এ অভিযোগে বৃটিশ আদালত তাকে কমপক্ষে ৩০ বছরের জেল দিয়েছে।
বিচার চলাকালে জাকারিয়া স্বীকার করে একজন বন্ধুকে লিবিয়ায় আইসিলে যুক্ত হতে সে সহায়তা করেছে। আর তা করছে আইএসের একটি স্পন্সরশিপ ভিডিও রেকর্ডিং ব্যবহার করে। দোষী সাব্যস্ত করার পর সে কর্মকর্তাদের বলেছে, যদি সে সক্ষম হতো তাহলে ওই হামলা করতোই। এ অবস্থায় বিচারক হ্যাডোন-কেভ বলেছেন, জাকারিয়া রহমান অত্যন্ত বিপজ্জনক। সে আবারও উগ্রবাদে ঝুঁকে যাবে না এমনটা আগেভাগে বলা যায় না। বলা যায় না যে, সে সমাজের জন্য আর কোনো বিপদের কারণ হবে না।