আন্তর্জাতিক
ম্যাককেইনের শেষ বিদায়ে বুশ-ওবামা, যাননি ট্রাম্প

ওমেনআই ডেস্ক : মার্কিন সিনেটর জন ম্যাককেইন চলে গেছেন না ফেরার দেশে। গত শনিবার ওয়াশিংটনের ন্যাশনাল ক্যাথেড্রালে তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং জর্জ ডাব্লিউ বুশ। তবে সেখানে উপস্থিত হননি বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের পরিবর্তে ইভাঙ্কা ট্রাম্পের স্বামী জেয়ার্ড কুশনারকে পাঠানো হয়।
জানা গেছে, সেখানে হিলারি ক্লিনটন এবং মিশেল ওবামা উপস্থিত ছিলেন। শেষকৃত্য অনুষ্ঠানে ম্যাককেইনের মেয়ে মেঘান ম্যাককেইন প্রথমবারের মতো আবেগঘন বক্তব্য রাখেন। বক্তব্যে, ট্রাম্পের নীতির সমালোচনা করেন তিনি।
প্রসঙ্গত, ভিয়েতনাম যুদ্ধের বীর এবং প্রভাবশালী সিনেটর ম্যাককেইন ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে গত শনিবার মারা যান।
আপলোডেড বাই : অরণ্য সৌরভ