রাজশাহীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ওমেনআই ডেস্ক: রাজশাহীর গোদাগাড়ীতে রাজাবাড়ি এলাকা থেকে সুইটি (১৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে গোগ্রাম ইউনিয়নের জগপুর গ্রামের শাহীন উদ্দীনের মেয়ে।
তবে নিহতের পরিবারের দাবি তাকে পিটিয়ে হত্যা করে ঝুলিয়ে রাখে স্বামীর বাড়ির লোকজন।
জানা গেছে, ৬ মাসে আগে উপজেলার গোগ্রাম ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও জগপুর গ্রামের শাহীন উদ্দীনের মেয়ে সুইটির সঙ্গে বিয়ে হয় রাজাবাড়ি গ্রামের সেলিমের ছেলে ও মহি চেয়ারম্যানের নাতি আব্দুল্লাহ আল মামুন ওরফে শাওনের।
এ বিষয়ে প্রেমতুলি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুল লতিব জানান, গত রবিবার দুপুরে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে সুইটির ঘরে সিলিং ফ্যানের সাথে তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার পর থেকে স্বামী আব্দুল্লাহ আল মামুন (শাওন) কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছেন তিনি।
বিডি২৪লাইভ/অরণ্য সৌরভ