আন্তর্জাতিক
মেজাজ হারালেন মনিকা লিউনস্কি

ওমেনআই ডেস্ক: পুরনো কাসুন্দি ঘাঁটতেই মঞ্চ ছাড়লেন মনিকা লিউনস্কি। স্পষ্ট বুঝিয়ে দিলেন, সীমা লঙ্ঘন করা চলবে না।
সোমবার রাতে একটি ইসরাইলি চ্যানেলকে সাক্ষাৎকার দিচ্ছিলেন মনিকা লিউনস্কি। নব্বইয়ের দশকের সেই সম্পর্কের কথা উত্থাপন করে সাংবাদিক মনিকাকে জিজ্ঞাসা করেন, আপনি কি এখনও আশা করেন যে প্রেসিডেন্ট ক্লিনটন আপনার কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চাইবেন?
কয়েক মুহূর্ত চুপ করে থাকেন মনিকা। এর পর পোশাকে লাগানো মাইক খুলে ফেলে মঞ্চ থেকে নেমে চলে যান।
পরে বলেন, সাক্ষাৎকারের আগেই স্পষ্ট বলে দিয়েছিলাম, কী কী বিষয় নিয়ে প্রশ্ন করা যাবে না। মহিলাদের বয়ান পাল্টে দেয়ার এই প্রবণতা খুবই আপত্তিকর।
সূত্র/আপলোডেড বাই: আনন্দবাজার/অরণ্য সৌরভ