ফেমবোসা’র চেয়ারম্যানশিপ পেল বাংলাদেশ

ওমেনআই ডেস্ক: দক্ষিণ এশিয়ার নির্বাচন কমিশনারদের সংগঠন ‘ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়া’র (ফেমবোসা) চেয়ারম্যানশিপ পেল বাংলাদেশ। বুধবার রাজধানীর হোটেল রেডিসন ব্লু’তে সংগঠনটির দুই দিনব্যাপী সম্মেলনের প্রথম দিনেই দক্ষিণ এশিয়ার দেশগুলোর নির্বাচন কমিশনারদের উপস্থিতিতে চেয়ারম্যানশিপ হস্তান্তর করা হয়।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রথম সাধারণ অধিবেশনে ফেম্বোসার বর্তমান চেয়ারম্যান ও আফগানিস্তানের নির্বাচন কমিশনের চেয়ারম্যান ডা. গোলাজান এ. বাদি সাইদ স্বাগতিক বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার নিকট চেয়ারম্যানশিপ হন্তান্তর করেন।
বাংলাদেশ হতে ২০১০ সালে ফেম্বোসার যাত্রা শুরু হয়। পর্যায়ক্রমে ২০১১ সালে পাকিস্তান, ২০১২ সালে ভারত, ২০১৩ সালে ভুটান, ২০১৪ সালে নেপাল, ২০১৫ সালে শ্রীলঙ্কা, ২০১৬ সালে মালদ্বীপ ও ২০১৭ সালে আফগানিস্তানে সংস্থাটির বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দেশের নামের বর্ণনাক্রমে ঘুরে এসে ২০১৮ সালে বাংলাদেশে নবম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
মানবকণ্ঠ/অরণ্য সৌরভ