দুর্ঘটনা
মোটর সাইকেলে শাড়ী জড়িয়ে শিক্ষিকার মৃত্যু

ওমেনআই ডেস্ক: রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় স্বামীর মোটর সাইকেলের পিছন থেকে পরে কানিজ ফাতেমা রুলি নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত কানিজ ফাতেমার স্বামী মোঃ নাসির উদ্দিন মোল্লা গুরুতর আহত হয়ে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহতের দুলাভাই মোঃ আবু তালিব জানান, কানিজ ফাতেমা রুলি বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। শনিবার বিকেলে বিদ্যালয়ের কাজ শেষে স্বামীর সাথে নিজের বাড়ি আসার পথে রাজাপুর এলাকায় আসলে মোটর সাইকেলের চাকার সাথে পরনের শাড়ী জড়িয়ে পিছন থেকে পরে গিয়ে গুরুতর আহত হন। তার স্বামীও আহত হয়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কানিজ ফাতেমা রুলিকে মৃত্য ঘোষনা করেন।
সূত্র/আপলোডেড বাই: নয়া দিগন্ত/অরণ্য সৌরভ