ভালোবেসে বিয়ে করায় তরুণীকে পুড়িয়ে হত্যা

ওমেন আই:ভালোবেসে বিয়ে করায় জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে এক তরুণীকে। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের মান্দি বাহাউদ্দিন জেলার ফালিয়া এলাকায়। নাদিয়া নামের ওই তরুণী ভালোবেসে দিলওয়ার নামক এক যুবককে বিয়ে করেছিলেন। সেই অপরাধে তাকে জীবন্ত পুড়িয়ে মারে পরিবারের সদস্যরা।
নাদিয়া গুজরানওয়ালার বাসিন্দা দিলওয়ার হাসানকে বিয়ে করেন। এরপর থেকে বাড়ির সদস্যদের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় তার।
কয়েকদিন আগে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তাদের ক্ষমা করে দেয়া হয়েছে। ফলে গত বৃহস্পতিবার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে আসেন নাদিয়া। বাসায় আসার পর নাদিয়ার বাবা শফি, মা ও ভাই মিলে তার গায়ে আগুন ধরিয়ে দেয়। আগুনে মারাত্মক আহত হওয়ার পর কোনো রকম চিকিৎসা দেয়া হয়নি। এ ঘটনার পর পুলিশ নাদিয়ার মা ও ভাইকে গ্রেফতার করলেও তার বাবা এখনও পলাতক রয়েছেন।
এদিকে, গত বৃহস্পতিবার ‘সম্মান রক্ষার্থে’ বিচারবহির্ভূতভাবে কোনো নারীকে হত্যা করাকে ইসলামবিরোধী বলে ফতোয়া দিয়েছে পাকিস্তান উলামা কাউন্সিল (পিইউসি)।
ঢাকা ৮ জুন (ওমেন আই) // এলএইচ//