অপরাধ
রুহুল আমিন হাওলাদারকে দুদকে তলব

ওমেনআই ডেস্ক: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুদক থেকে পাঠানো এক নোটিশে আগামী ১৮ই সেপ্টেম্বর দুদক কার্যালয়ে তাকে হাজির হতে বলা হয়েছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রুহুল আমিন হাওলাদারকে তলব করা হয়েছে। দুদকের উপপরিচালক সৈয়দ আহমদ স্বাক্ষরিত নোটিশে আগামী ১৮ই সেপ্টেম্বর দুদক কার্যালয়ে তলব করা হয়।
সূত্র/আপলোডেড বাই: মানবজমিন/অরণ্য সৌরভ