না’গঞ্জে মেয়ের ধর্ষণ মামলায় লম্পট পিতা গ্রেফতার

ওমেনআই ডেস্ক: নারায়নগঞ্জের বন্দরে পিতা কতৃক মেয়ে ধর্ষণের ঘটনায় লম্পট পিতা শুক্কুরকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করে পুলিশ। এর আগে সিলেট এয়ারপোর্ট এলাকা থেকে শুক্রবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। লম্পট শুক্কুর বন্দর দাশেরগাঁ এলাকার হাকিম আলীর ছেলে।
বন্দর থানা সূত্রে জানা যায়, মাদকাসক্ত লম্পট শুক্কুর মিয়া বেশ কিছুদিন যাবৎ তার কিশোরী মেয়েকে কুপ্রস্তাব দিয়ে আসছে। এতে কিশোরী বরাবরই অস্বীকৃতি জানায়। বিষয়টি তিনি লোক লজ্জার দরুন কাউকে অবগত করেনি।
গত মার্চ মাসের শেষের দিকে শুক্কুর মিয়া তার কিশোরী মেয়ে (১৫)কে একা পেয়ে জোরপূর্বক ধর্ষন করে। এসময় কিশোরীর ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে লম্পট শুক্কুর পালিয়ে যায়।
এব্যাপারে কিশোরী বাদী হয়ে গত ২৯শে মার্চ বন্দর থানায় নারী ও শিশু দমন আইনে মামলা দায়ের করেন। যার নং -৮৩(০৩)১৮ইং। এ মামলায় শুক্কুরকে গ্রেফতার করা হয়।
এ ব্যপারে বন্দর থানার এউপ পরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম জানান, ঐদিনের ঘটনাটি আমরা অবগত হওয়ার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করি। সে ৬ মাস আত্মগোপন থাকার পর শুক্রবার রাতে গোপন সূত্রে অভিযান চালিয়ে তাকে সিলেট এয়ারপোর্ট এলাকা হতে গ্রেফতার করি।
আপলোডেড বাই: অরণ্য সৌরভ