আন্তর্জাতিক
মাও সেতুং এর সমাধিতে শ্রদ্ধা জানালেন মাদুরো

ওমেনআই ডেস্ক: দ্বিপাক্ষিক চুক্তি করার জন্য চীন সফর করছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। চীনে পৌঁছার পর মাও সেতুং এর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
মাদুরো বলেন, আমার এই রাষ্ট্রীয় সফর সর্বোত্তম ভাবেই শুরু করেছি। আমরা মহান ব্যক্তি মাও সেতুং এর সমাধিতে ফুল দিয়ে এই সফর শুরু করেছি।
আমি আবেগে আপ্লুত, কারণ এটা আমার মনে একটি বহু সম্ভাবনাময় একুশ শতকের প্রতিষ্ঠাতার ছবি এঁকে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
যদিও এটা একেবারেই বিরল ঘটনা। কারণ, চীন সফরে গিয়ে বিদেশি কোনো নেতা মাও সেতুং এর সমাধিতে যান না। চীনে কয়েক মিলিয়ন নাগরিককে হত্যার জন্য দায়ী বলে মনে করা হয় মাওকে।
এর আগে কেবল একজন বিদেশি রাষ্ট্রপ্রধান সখানে গেছেন। তিনি হলেন কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। ২০০৫ সালে মাওয়ের সমাধিতে গিয়েছিলেন তিনি।
সূত্র/আপলোডেড বাই: কালেরকণ্ঠ/অরণ্য সৌরভ