ফেসবুক থেকে
আত্মহত্যা করেছিলেন তাসফিয়া : পুলিশ

ওমেনআই ডেস্ক: স্কুলছাত্রী তাসফিয়া আমিন আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন পুলিশ। গত ২ মে পতেঙ্গার ১৮ নম্বর ঘাট থেকে তাসফিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছিলো।
সাড়ে চার মাস ধরে তদন্তের পর আজ রবিবার চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন মামলার তদন্ত কর্মকর্তা স্বপন কুমার সরকার।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) আবু বকর সিদ্দিক সাংবাদিকদের বলেন, ঘটনার পারিপার্শ্বিকতা, ময়নাতদন্ত প্রতিবেদন, ভিসেরা প্রতিবেদন ও প্রত্যক্ষদর্শী ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করে আমরা নিশ্চিত হয়েছি, তাসফিয়া আত্মহত্যা করেছে।
তাসফিয়ার বাবার করা হত্যামামলার সন্দেহভাজন ছয় আসামিকেও অব্যাহতি দেওয়ার আবেদন জানানো হয় চূড়ান্ত প্রতিবেদনে।
সূত্র/আপলোডেড বাই: কালেরকণ্ঠ/অরণ্য সৌরভ