
ওমেন আই:কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা থেকে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বামী পুলিশি হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার সকালে নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
জানা যায়, নিলুরখামার গ্রামের সারোয়ার রহমানের ছেলে মুকুল মিয়া ৬ মাস আগে নাগেশ্বরী চামটারপাড় গ্রামের মকবুল হোসেনের মেয়ে তানিয়া আক্তার তানিকে বিয়ে করেন।
শুক্রবার ভোরে মুকুল তানিয়ার পরিবারের লোকজনকে জানান, তার স্ত্রীকে কে বা কারা গলা কেটে হত্যা করেছে। মুকুলের পেটেও ছুরির আঘাত পাওয়া গেছে। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার এবং মুকুলকে আটক করে হাসপাতালে ভর্তি করে।
ঢাকা ২০ জুন (ওমেন আই) // এলএইচ//