রাজনীতি
খালেদা জিয়া জয়পুরহাট যাচ্ছেন

ওমেন আই:বিএনপি চেয়ারপারসন ও বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় প্রধান বেগম খালেদা জিয়া জয়পুরহাটে আসছেন দুপুরে। বর্তমানে তিনি বগুড়া সার্কিট হাউসে অবস্থান করছেন। রবিবার দুপুর ২টায় জয়পুরহাট শহরের আরবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত বিশাল জনসভায় উপস্থিত হয়ে ভাষণ দেবেন তিনি। এর আগে দুপুর ১২টার দিকে বেগম খালেদা জিয়া জয়পুরহাটের উদ্দেশে রওনা হবেন।
এদিকে বেগম খালেদা জিয়ার জয়পুরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য ও উৎসাহ-উদ্দীপনা।
ঢাকা ২২ জুন (ওমেন আই) // এলএইচ//