অর্থনীতি
৫০৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন একনেকে

ওমেন আই:জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ৫০৩ কোটি ৮৬ লাখ টাকার ৩টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা মন্ত্রণালয়ে একনেকের নিয়মিত সভায় এ অনুমোদন দেয়া হয়।
সভায় একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী বলেন, সভায় তিনটি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। ৫০৩ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের ৪২৭ কোটি টাকা সরকারের তহবিল এবং বাকি ৭৬ কোটি সংস্থা থেকে নেযা হবে বলে তিনি জানান।
ঢাকা ২৪ জুন (ওমেন আই) // এলএইচ//