জাতীয়
ইডেন কলেজে ছাত্রলীগের কার্যক্রম স্থগিত

ওমেন আই:রাজধানীর ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের বর্তমান কমিটির কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন সংগঠনে দফতর সম্পাদক শেখ রাসেল।
তিনি জানান, ক্যাম্পাসে ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি শামীম আরা নিপা ও সাধারণ সম্পাদক ইসরাত জাহান অর্তি গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
এ ঘটনায় শামীম আরা নিপা ও ইসরাত জাহান অর্তিকে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ডেকে জরুরি বৈঠক করেন ছাত্রলীগ সভাপতি এইচ.এম.বদিউজ্জামান সোহাগ।
বৈঠকে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের কমিটির কার্যক্রম অনর্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত হয়।
ঢাকা ২৪ জুন (ওমেন আই) // এলএইচ//