সেলিনা আইডিবি নারী উদ্যোক্তা অ্যাওয়ার্ড পেলেন

ওমেন আই:খাদ্য নিরাপত্তায় নারীদের উদ্বুদ্ধ করতে উন্নয়নে নারীদের অবদান, বিশেষ করে কৃষি ক্ষেত্রে এ বছর ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের নারী উদ্যোক্তা সেলিনা জাহান।
আইডিবির ৫৭ সদস্য দেশের মধ্যে প্রতিযোগিতায় বাংলাদেশের সেলিনা জাহান এ পুরস্কার লাভ করেন।
গত ২৫ ও ২৬ জুন জেদ্দায় অনুষ্ঠিত ইসলামী উন্নয়ন ব্যাংক’র (আইডিবি) ৪০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ অধিবেশনে সেলিনা জাহানের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
এ বছর আইডিবি বিজ্ঞান ও প্রযুক্তি এবং খাদ্য নিরাপত্তার ওপর সদস্য দেশগুলোর মধ্য থেকে ৯ জনকে অ্যাওয়ার্ড দেওয়া হয়।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিবি প্রেসিডেন্ট ডক্টর আহমেদ মোহাম্মদ আলি, সৌদি অর্থমন্ত্রী, মাইক্রোসফট’র প্রতিষ্ঠাতা বিল গেটসসহ ৫৬ মুসলিম দেশের অর্থমন্ত্রীরা।
বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, শুধু পুরুষ নয়, খাদ্য নিরাপত্তার প্রশ্নে নারীদেরও সমানভাবে এগিয়ে আসা উচিত। উন্নয়নে পুরুষদের পাশাপাশি নারীরাও যে এগিয়ে এসেছেন, বিশ্ব দরবারে এটিই প্রমাণ করলেন বাংলাদেশের সফল নারী উদ্যোক্তা নরসিংদীর সেলিনা জাহান।
ঢাকা ২৮ জুন (ওমেন আই) // এলএইচ//